Site icon Jamuna Television

বন্যা পরিস্থিতির অবনতি, বান্দরবান-কেরাণীরহাট সড়ক যোগাযোগ বন্ধ

বান্দরবান প্রতিনিধি
টানা কয়েকদিনের প্রবল বর্ষণে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানির উচ্চতা বেড়ে বিপদসীমা অতিক্রম করেছে। ফলে জেলা সদরসহ লামা আলীকদমের বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে অনেক পরিবার।

এদিকে বান্দরবান কেরাণীহাট সড়কের বাজালিয়ার বড়দোয়ার এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ার কারণে তৃতীয় দিনের মত এখনো বান্দরবান-কেরাণীরহাট সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

বান্দরবান পূর্বানী মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝন্টু জানান, বান্দরবান কেরানিহাট সড়কের বাজালিয়ায় সড়ক তলিয়ে যাওয়ায় তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন, পানি নেমে গেলে বাস চালু করা হবে।

পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। পুরো জেলায় আশ্রয় কেন্দ্র খুলেছে ১২৬ টি। সোমবার রাত থেকে আশ্রয় নেয়া মানুষদের জন্য খিচুরী, শুকনো খাবার বিতরণ করছে বিভিন্ন প্রতিষ্ঠান।

এদিকে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।

Exit mobile version