Site icon Jamuna Television

মানিকগঞ্জে যৌন নিপীড়নের মামলায় শিক্ষকের রিমান্ড মঞ্জুর

মানিকগঞ্জের দৌলতপুরে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় গ্রেফতার শিক্ষক শরিফুল ইসলামের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের ৫ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম সরোয়ার এই আদেশ দেন।

এর আগে মঙ্গলবার রাতে শরিফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

নির্যাতনের শিকার শিক্ষার্থীর স্বজনরা জানান, দৌলতপুর প্রমোদা সুন্দরী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম মেয়েটিকে প্রায়ই যৌন হয়রানি করতেন। গত সোমবার স্কুল মাঠে ফুটবল খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ঐ শিক্ষার্থী। হাসপাতালে নেয়ার সময় আবারও তাকে যৌন নিপীড়ন করেন শরিফুল।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন।

এদিকে গ্রেফতার শিক্ষকের কঠোর সাজার দাবিতে দুপুরে মানববন্ধন করে স্কুলের শিক্ষার্থীরা।

Exit mobile version