Site icon Jamuna Television

অপহরণের ৯ দিন পর শিশু উদ্ধার, আটক ১

সাভার থেকে অপহরণ হওয়া তুহিন নামে ৫ বছরের এক শিশুকে ৯ দিন পরে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক হওয়া পাচারকারী চক্রের এক নারী সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে হেমায়েতপুরের বাগবাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

অপহৃত শিশু তুহিন (৫) হেমায়েতপুরের আর্জেনপাড়ার রুবেল হোসেনের ছেলে। এছাড়া আটককৃত মর্জিনা বেগম (৪০) রংপুরের পীরগঞ্জ থানার জামালপুর এলাকার নুরুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, গত ৩ জুলাই ওই এলাকার আর্জেনপাড়া হতে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে নিয়ে যায় মর্জিনা। পরে অনেক খোজাখুঁজি করেও ছেলেকে না পেয়ে সাভার মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তারা। পরে অভিযান চালিয়ে তেতুলঝোড়া ইউনিয়নের বাগবাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত পাচার চক্রের অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা করছে পুলিশ।

Exit mobile version