Site icon Jamuna Television

কক্সবাজারে ট্রলার ডুবিতে নিখোঁজ ৭ যাত্রীর সন্ধানে চলছে উদ্ধার অভিযান

কক্সবাজারের সীগাল পয়েন্টে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৭ জনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

সকাল থেকে সাগরে তল্লাশি চালাচ্ছে কোস্ট গার্ড ও ট্যুরিস্ট পুলিশ।

বৈরি আবহাওয়ার কারণে মঙ্গলবার রাতে সীগাল পয়েন্টে ডুবে যায় মাছ ধরা একটি ট্রলার।

ভোলা থেকে মাছ ধরতে যাওয়ার ট্রলারটিতে ১৫ জন মাঝিমাল্লা ছিলেন। দুর্ঘটনার পর জীবিত উদ্ধার করা হয় ২ জনকে। মৃতদেহ উদ্ধার হয় ৬ জনের।

জীবিত উদ্ধার ২ জনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Exit mobile version