Site icon Jamuna Television

কৃত্রিমভাবে এরশাদের অঙ্গপ্রত্যঙ্গগুলো সচল রাখা হয়েছে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, কৃত্রিমভাবে তার অঙ্গপ্রত্যঙ্গগুলোকে সচল রাখা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। আজ দুপুরে দলের বনানী কার্যালয়ে এরশাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়। পরে সংবাদ সম্মেলনে জি এম কাদের এ তথ্য জানান।

এসময় তিনি আরো বলেন, যতদিন এরশাদকে বাঁচানোর সম্ভাবনা থাকবে ততদিন তাকে লাইফ সাপোর্টে রাখা হবে। সপ্তাহে ৩ দিন ডায়ালাইসিস এবং সংক্রমন রোধে হেমোপারফিউশন চলছে, হজমের সমস্যাও অনেকটা কমে এসেছে। চিকিৎসার জন্য এরশাদ সরকারি সুবিধা পাবেন। পাশাপাশি তাকে বিদেশে নেয়ার সব প্রস্তুতিও দলের আছে বলে জানান জিএম কাদের।

তিনি বলেন, টাকার অভাবে এরশাদের চিকিৎসা হচ্ছে না বা বিদেশ নেয়া যাচ্ছে না এ তথ্য অমূলক।

Exit mobile version