Site icon Jamuna Television

এডিআইজি মোজাম্মেলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এডিআইজি মোজাম্মেলের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণিত হলে ডিআইজি মিজানের মতই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা জানান।

এসময় মন্ত্রী আরো বলেন, সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের কারণে শিশু ধর্ষণ হচ্ছে। যা বন্ধ করতে সরকার বদ্ধপরিকর।

তিনি জানান, বরগুনার রিফাত হত্যার অভিযোগপত্র শিগগিরই দেয়া হবে। নুসরাতের ঘটনার মতই গুরুত্ব দিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের এই অবস্থা তুলে ধরে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

Exit mobile version