Site icon Jamuna Television

ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

পাকিস্তানের পর অল স্টার একাদশকেও পরাজিত করলেন বাংলাদেশের সংসদ সদস্যরা। ইংল্যান্ডে চলমান ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের জয়রথ চলছেই।

বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে। বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে অল স্টার একাদশকেও হারিয়েছে বাংলাদেশের সংসদ সদস্যদের নিয়ে গড়া দলটি।

এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ১২৯ রান সংগ্রহ করেন বাংলাদেশ দলের সংসদ সদস্যরা।

টার্গেট তাড়া করতে নমে ১০৯ রানে ইনিংস গুটায় অল স্টার একাদশ। ২০ রানে জয় পান বাংলাদেশের সংসদ সদস্যরা।

গত বুধবার চলমান বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডের মাঠে গড়ায় ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপ বা আন্তঃসংসদীয় বিশ্বকাপ। এই বিশ্বকাপে ৮টি দল ২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে।

বাংলাদেশের গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও অল স্টার একাদশ।

ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলে রয়েছেন দেশের প্রথম টেস্ট অধিনায়ক ও বর্তমান এমপি নাঈমুর রহমান দুর্জয়, জুনায়েদ আহমেদ পলক, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, শেখ তন্ময়, নাহিম রাজ্জাক ও মোহাম্মদ আয়েন উদ্দিনের মতো জনপ্রিয় ও তরুণ সংসদ সদস্যরা।

Exit mobile version