Site icon Jamuna Television

জাতীয় দল না পারলেও পেরেছে পার্লামেন্ট ক্রিকেট টিম: প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (১১ জুলাই) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বক্তব্য শেষ করে একটি বিশেষ ঘোষণা দেন।

জানান, বাংলাদেশ ক্রিকেট দল ভালো খেলছে। তবে তারা সেমিফাইনালে উঠতে না পারলেও পার্লামেন্ট ক্রিকেট টিম সেমিফাইনালে উঠেছে। বাংলাদেশের পার্লামেন্ট ক্রিকেট দল অল স্টার ও পাকিস্তানকে পরাজিত করেছে।

এসময় তিনি ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এর আগে, বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে। বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে অল স্টার একাদশকেও হারিয়েছে বাংলাদেশের সংসদ সদস্যদের নিয়ে গড়া দলটি।

গত বুধবার চলমান বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডের মাঠে গড়ায় ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপ বা আন্তঃসংসদীয় বিশ্বকাপ। এই বিশ্বকাপে ৮টি দল ২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে।

বাংলাদেশের গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও অল স্টার একাদশ।

ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলে রয়েছেন দেশের প্রথম টেস্ট অধিনায়ক ও বর্তমান এমপি নাঈমুর রহমান দুর্জয়, জুনায়েদ আহমেদ পলক, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, শেখ তন্ময়, নাহিম রাজ্জাক ও মোহাম্মদ আয়েন উদ্দিনের মতো জনপ্রিয় ও তরুণ সংসদ সদস্যরা।

Exit mobile version