Site icon Jamuna Television

কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার লালমাই উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১৫ জন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলার লালমাই উপজেলার কেশনপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা নিহতদের মরদেহ উদ্ধার করে লালমাই হাইওয়ে পুলিশ ফাড়িতে নিয়ে আসা হয়।

নিহতরা হচ্ছেন- জেলার লালমাই উপজেলার হারেছ মিয়ার স্ত্রী হাছিনা আক্তার, কাপাসতলা গ্রামের আঃ ওহাবের স্ত্রী নুরজাহান বেগম, বরুড়া উপজেলার নশরতপুর গ্রামের সরাফত আলীর ছেলে আলী হোসেন, চেঙ্গাহাটা গ্রামের মৃত আলী আকবরের ছেলে বাশার।

হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কেশনপাড় এলাকায় চাঁদপুর অভিমুখী পাথরবাহী একটি ট্রাককে দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়।

Exit mobile version