Site icon Jamuna Television

পোপ ফ্রান্সিস ঢাকায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ৩ দিনের সফরে বাংলাদেশে এসেছেন ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। দুপুর ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পোপকে বহনকারী বিশেষ বিমান। বিমানবন্দরে পোপ ফ্রান্সিসকে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে মিয়ানমার হয়ে বাংলাদেশে পোপের এ সফর। ঢাকায় পৌঁছানোর পর পোপকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ। বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।

সফরে দেশের কয়েকটি স্থানে প্রার্থনাসভা আর রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানে যোগ দেবেন পোপ। সোহরাওয়ার্দী উদ্যানেও একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন ধর্মাবলম্বী ৫০ হাজারেরও বেশি মানুষের উদ্দেশ্যে বক্তব্য দেবেন তিনি। পূর্ব নির্ধারিত হলেও রোহিঙ্গা নির্যাতনের প্রেক্ষাপট এবং মিয়ানমার হয়ে আসার কারণে পোপ ফ্রান্সিসের এই সফর ভিন্ন মাত্রা পেয়েছে। ঢাকায় রোহিঙ্গা জনগোষ্ঠীর কয়েকজন সদস্যের সাথেও দেখা করবেন পোপ ফ্রান্সিস।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version