Site icon Jamuna Television

রুয়েটের রুপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, আহত ১

রূপালী ব্যাংক রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে। এক নিরাপত্তা প্রহরীকে গলাকেটে হত্যারও চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে এ ঘটনা ঘটে।

ব্যাংক ম্যানেজার সোয়াইবুর রহমান জানান, রাত ১২টার পর কোন এক সময় ডাকাত দল তালা কেটে ব্যাংকে প্রবেশ করে। সিসি ক্যামেরায় মুখ ঢাকা একজনকে দেখা গেছে। রড কাটার মেশিন দিয়ে ভল্টের দেয়াল ভাঙতে চেষ্টা করেও ব্যর্থ হয় ডাকাতরা। ব্যাংক থেকে কিছু খোয়া যায়নি বলে জানিয়েছেন ম্যানেজার।

ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ, ডিবি, সিআইডি ও পিবিআই। গুরুতর আহত নিরাপত্তা প্রহরীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Exit mobile version