Site icon Jamuna Television

পাবনার পাকশিতে রেল লাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

পাবনার পাকশিতে রেললাইনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় জনগণের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার (১২ জুলাই) সকাল নয়টায় পাকশি রূপপুরের রেললাইনের টানেলের কাছ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তি সিরাজুল ইসলাম বাবু স্থানীয় চাইল্ড কিন্ডার গার্টেনের পরিচালক ও ঈশ্বরদী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক। তিনি ঈশ্বরদী উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ছিলেন। বাঘইল গ্রামের মৃত আজিজুল হকের ছেলে তিনি।

শরীরের ক্ষতস্থান পর্যবক্ষণে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো ভোরে প্রাত:ভ্রমণে বেরিয়েছিলেন তিনি। অসাবধানতাবশত: ট্রেনে কাটা পড়েছেন বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

Exit mobile version