
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে বাংলাদেশ বিমান বাহিনীর ১১৫ জন সদস্য কঙ্গোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন। জাতিসংঘের ভাড়া করা বিমানে আজ বৃহস্পতিবার মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তারা।
শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ৩টি কন্টিনজেন্টের জন্য সর্বমোট ৩৫৮ জন সেনা এবার কঙ্গো যাচ্ছেন। প্রথম ধাপে গেলেন ১১৫। জন। বাকি সদস্যরাও পর্যায়ক্রমে যাবেন বলে জানিয়েছেন বিমান বাহিনীর এয়ার কমডোর জাহিদুর রহমান।
কঙ্গোর চলমান সংঘাত নিরসনে বিমান বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে জাতিসংঘের মিশনে দায়িত্ব পালন করে আসছে।

 
				
				
				
 
				
				
			


Leave a reply