Site icon Jamuna Television

ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার জন্য দুই মেয়রকে দুষলেন বিশিষ্টজনরা

ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার জন্য ঢাকার দুই মেয়রকে জনগণের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। আজ সকালে রাজধানীর শাহবাগে ডেঙ্গু প্রতিরোধ সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়।

বক্তাদের অভিযোগ, মেয়ররা ডেঙ্গু প্রতিরোধের বদলে দায়িত্বজ্ঞানহীন কথা বলছেন। ডেঙ্গু রাজধানীজুড়ে কতটা মহামারি আকার ধারণ করেছে তা সরকারি কর্তা ব্যাক্তিরা এখনো অনুধাবন করতে পারেননি। তাই অনতিবিলম্বে ডেঙ্গু প্রতিরোধ এবং প্রতিকারে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান বক্তারা।

ডেঙ্গু প্রতিরোধ সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা এখন আর যথেষ্ট নয়।

Exit mobile version