Site icon Jamuna Television

লিবিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৪

লিবিয়ার বেনগাজিতে গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪ জন। বৃহস্পতিবারের হামলায় আরও ৩৩ জন গুরুতর আহত।

বিদ্রোহী কমান্ডার খলিফা হাফতারের বাহিনী- LNA’র এক জেনারেলের জানাজা চলাকালে হয় বিস্ফোরণ। লিবিয়ান ন্যাশনাল আর্মির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল মেসমারি জানান, শীর্ষ কর্মকর্তারাই ছিলেন হামলার মূল লক্ষ্য।

তিনদফা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন স্প্যাশাল ফোর্সের দু’জন সদস্য এবং দুই বেসামরিক লিবীয়। এরই মাঝে হামলার ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন খলিফা হাফতার।

রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ নিতে গত তিন মাস ধরে জাতিসংঘ সমর্থিত সরকার ও বিদ্রোহীদের মাঝে চলছে প্রাণঘাতী লড়াই। যাতে মারা গেছেন এক হাজারের বেশি মানুষ। ২০১১ সালে প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর থেকে অস্থিতিশীল লিবিয়া।

Exit mobile version