Site icon Jamuna Television

বিচারহীনতার জন্যই দেশে অপরাধ বাড়ছে: সেলিমা রহমান

বিচারহীনতার জন্যই দেশে অপরাধ প্রতিনিয়ত বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় কাউন্সিলে তিনি এই অভিযোগ করেন।

এসময় তিনি আরো বলেন, দেশজুড়ে মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। সরকার সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন তিনি। সরকার উন্নয়নের নামে জনগণের ওপর করের বোঝা চাপিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেন, সেলিমা রহমান।
খালেদা জিয়াকে কারারুদ্ধ রেখে মেরে ফেলার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তার।

Exit mobile version