Site icon Jamuna Television

আইএস জঙ্গীর স্ত্রী-সন্তানকে জার্মানিতে ফিরিয়ে নিতে আদালতের নির্দেশ

আইএসে যোগদান করা এক জঙ্গীর স্ত্রী এবং তিন সন্তানকে জার্মানিতে প্রত্যাবসনের নির্দেশ দিলেন দেশটির একটি আদালত। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে করা একটি মামলার রায়ে এ নির্দেশনা দেওয়া হয়।

বর্তমানে পরিবারটি সিরিয়ার আল-হল শরণার্থী শিবিরে অবস্থান করছে। এর আগে পরিবারটিকে দেশে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছিল জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়।

জার্মানি থেকে আইএসে যোগদান করা বিভিন্ন জঙ্গীদের প্রায় ২০ এর অধিক স্ত্রী এবং শতাধিক সন্তান বর্তমানে সিরিয়ার বিভিন্ন শরণার্থী শিবিরে শোচনীয়ভাবে জীবনযাপন করছে।

প্রত্যাবসন সম্পর্কিত এই ধরণের রায় জার্মানিতে এবারই প্রথম।

Exit mobile version