Site icon Jamuna Television

শুক্র-শনি সাজেক ভ্রমণে না যেতে পর্যটকদের অনুরোধ

টানা বর্ষণ অব্যাহত থাকায় পাহাড়ধসের শঙ্কায় রাঙ্গামাটি পার্বত্য জেলা সাজেক পর্যটনকেন্দ্র ভ্রমণে না যেতে পর্যটকদের অনুরোধ জানিয়েছে কটেজ মালিক সমিতি অব সাজেক।

বৃহস্পতিবার বিকাল ৫টায় কটেজ মালিক সমিতির জরুরি সভায় এ অনুরোধ জানানো হয়।

কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, গত কয়েক দিনের টানা বর্ষণের কারণে যেকোনো মুহূর্তে পাহাড়ধসে সাজেকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। এ জন্য মালিক সমিতিসহ সাজেক উন্নয়ন কর্তৃপক্ষের সিদ্ধান্তে শুক্র ও শনিবার পর্যটকদের সাজেক ভ্রমণ না করার জন্য অনুরোধ করছি।

তিনি বলেন, এ দুদিন সরকারি ছুটির দিন থাকায় প্রায় কটেজে শতভাগ বুকিং ছিল, এখন সেগুলো বাতিল করা হচ্ছে। যেসব পর্যটক অগ্রিম বুকিং করেছিলেন, তাদের ফোন করে অর্থ ফেরত দেয়া হচ্ছে।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু বলেন, টানা বর্ষণে এমনিতেই পাহাড়ি এলাকায় পাহাড়ধসের শঙ্কা থাকে। তাই সাজেক ভ্রমণে পর্যটকদের আবহাওয়া বিবেচনা করে ভ্রমণ করা উচিত। বর্তমান আবহাওয়ায় যদি পর্যটকরা ভ্রমণে আসেন, তা হলে বিপাকে পড়ার শঙ্কা রয়েছে।

Exit mobile version