Site icon Jamuna Television

এমপিদের বিশ্বকাপে রানার্স আপ বাংলাদেশ

ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশের এমপিরা। লন্ডনের বেকেনহাম ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের এমপিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট মাত্র ১০৪ রান তুলতে সক্ষম হয় নাইমুর রহমান দুর্জয়ের দল।

জবাবে ৮ ওভার বাকি থাকতেই ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান।

এর আগে গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়েই দুর্দান্ত সুচনা করেছিলেন জাহিদ আহসান রাসেল ও জুনাইদ আহমেদ পলক, শেখ সারহান নাসের তন্ময়দের নিয়ে গড়া বাংলাদেশের এমপিরা। সে ম্যাচে ১২ রানে তাদের হারিয়েছিল তারা। এরপর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও জয় নিয়ে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের সংসদ সদস্যরা।

Exit mobile version