Site icon Jamuna Television

গ্রাহকদের তথ্য চুরির অপরাধে ফেসবুক’কে ৫০০ কোটি ডলার জরিমানা

গ্রাহকদের তথ্য চুরির অপরাধে ফেসবুক’কে রেকর্ড ৫০০ কোটি ডলার জরিমানার অনুমোদন দিলো মার্কিন কেন্দ্রীয় বাণিজ্যিক সংস্থা- FTC। অবশ্য, কবে নাগাদ এই অর্থ পরিশোধ করতে হবে তা অস্পষ্ট। শনিবার এসব তথ্য প্রকাশ করে গণমাধ্যমগুলো।

মার্কিন দেওয়ানি আদালতের নির্দেশের পরই ,আগামী সপ্তাহ নাগাদ আসতে পারে চূড়ান্ত ঘোষণা। তবে, FTC বা ফেসবুক কোনপক্ষই, এ ব্যাপারে মন্তব্য করেনি। এদিকে, জরিমানার প্রাথমিক খবরে উর্ধ্বমুখী ফেসবুকের শেয়ারের মূল্য; শুক্রবার প্রায় ২ শতাংশ দাম বেড়ে শেষ হয় লেনদেন। মূলতঃ ১০ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য, রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করে তদন্ত পরামর্শক প্রতিষ্ঠান, ক্যামব্রিজ অ্যানালিটিকা। সেটাই, গেলো বছর মার্চ মাস থেকে তদন্ত করছিলো মার্কিন নিয়ন্ত্রক সংস্থা। ভুক্তভোগীদের বেশিরভাগই মার্কিন ও ব্রিটিশ নাগরিক। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের ব্যাপারে জড়িত থাকার অভিযোগও রয়েছে ফেসবুকের বিরুদ্ধে।

Exit mobile version