Site icon Jamuna Television

দুর্নীতিকে কোনভাবেই বরদাস্ত করা হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাজেটের সিংহভাগই জনগনের টাকায়।এই টাকা যাতে নষ্ট না হয় সেদিকে সতর্ক থাকতে হবে সকলকে। দুর্নীতিকে কোনভাবেই বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।

সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০১৯ সালের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সকল বিভাগ এবং মন্ত্রণালয় চুক্তি স্বাক্ষর করে। পরে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল যুগের সাথে সমন্বয় রেখে সরকারি কাজ আরও গতিশীল করতে হবে। কমাতে হবে লাল ফিতার দৌরাত্ব। সমন্বিত উন্নতির জন্য গ্রাম থেকে মানুষের শহরে আসার প্রবণতা বন্ধ করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

Exit mobile version