Site icon Jamuna Television

মাগুরায় প্রাইভেট কার খাদে পড়ে স্বামী-স্ত্রী নিহত, আহত কন্যা ও ভাতিজা

মাগুরা প্রতিনিধি :

ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরার শিমুলিয়া এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছে, আহত হয়েছে নিহতের কন্যা ও ভাতিজা।

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক ফরিদ হোসেন জানান, আজ বিকাল সাড়ে ৫টার দিকে যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রন হারিয়ে মাগুরার শিমুলিয়া এলাকায় খাদে পড়ে যায়।

এ সময় প্রাইভেট কারে থাকা রিনা বেগম(৪০) ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় নিহতের স্বামী মহাসিন সর্দার (৫০), নিহতের কন্যা মাহিমা তাসনিম(১৬) ও ভাতিজা হাসান ইমাম(১৫) কে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মহাসিন সর্দারকে মৃত ঘোষনা করে। নিহত মহাসিন নিজেই প্রাইভেট কারটি চালিয়ে আসছিলেন। আহতদেরকে মাগুরা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত পুস্তক ব্যবসায়ী মহাসিন সর্দার যশোরের জনতা লাইব্রেরীর স্বত্বাধীকারী। তিনি যশোরের কাজী পাড়া এলাকার আব্দুল আজিজ সর্দারের পুত্র।

Exit mobile version