Site icon Jamuna Television

ইসলামিক ফাউন্ডেশনের স্কুলে ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক গ্রেফতার

শামীম আল মামুন, টাঙ্গাইল:

টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে ৫ম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় আ‌রিফুল হাসান নামের (৪৬) ইসলা‌মিক ফাউন্ডেশনের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পু‌লিশ।

শ‌নিবার উপ‌জেলার টে‌পিবা‌ড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আ‌রিফুল হাসান উপজেলার রায়ের বাসা‌লিয়া গ্রামের মৃত মনছুর আহমেদের ছেলে এবং ওই গ্রামের ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত স্কুলে শিক্ষকতা করেন।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে আ‌রিফুল‌ হাসানকে আসামী করে ভুঞাপুর থানায় মামলা দায়ের করেছেন।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রাশেদুল হাসান বলেন, ভুঞাপুর মডেল সরকা‌রি প্রাইমা‌রি স্কুলের ৫ম শ্রেনীর ‌ওই শিক্ষার্থী‌ স্কুল থে‌কে বা‌ড়ি যাওয়ার প‌থে যৌন হয়রা‌নি কর‌তো ইসলা‌মিক ফাউ‌ন্ডেশ‌নের শিক্ষক আ‌রিফুল হাসান।

গত বৃহস্প‌তিবার টে‌পিবা‌ড়ি এলাকায় ওই ছাত্রী‌কে ভ্যান গা‌ড়ী থে‌কে কৌশ‌লে না‌মি‌য়ে শ্লীলতাহানী ক‌রে। প‌রে বিষয়‌টি ওই ছাত্রী তার মা‌কে জানায়। এরপর পুনরায় একই কৌশ‌লে শ‌নিবার ওই ছাত্রী‌কে একই স্থা‌নে যৌন হয়রা‌নি ক‌রে। খবর পে‌য়ে দ্রুত ঘটনাস্থল গিয়ে তা‌কে আটক করা হয়। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

Exit mobile version