Site icon Jamuna Television

বজ্র কেড়ে নিলো একই পরিবারের ৩ জনকে

পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে বজ্রপাতে পিতা ও দুই ছেলেসহ চার কৃষক নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোতালেব সরদার(৫০), তার দুই ছেলে ফরিদ সরদার (২০) ও শরিফ সরদার (১৮) ও একই গ্রামের রহমত আলী (৫৫)। তাদের সবার বাড়ি বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা ও চাকলা ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন জানান, শনিবার সকাল থেকে ওই ৪ কৃষক পাঁচুড়িয়া স্কুলের খেলার মাঠের পাশে একটি ডোবায় পাট ধোয়ার কাজ করছিলেন। দুপুর ২টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে চারজন ঘটনাস্থলেই নিহত হন। পরে পরিবারের সদস্যরা তাদের লাশ উদ্ধার করে নিয়ে আসেন।

বেড়া মডেল থানার ওসি শাহিদ মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এদিকে চার কৃষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Exit mobile version