Site icon Jamuna Television

আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি

ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাজ্যের ৩৩ জেলার মধ্যে ২৫টি জেলাই পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি ১৫ লাখ মানুষ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।

এখন পর্যন্ত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে মাত্র ২০ হাজার মানুষের।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত, সাড়ে পাঁচ লাখ বাসিন্দার বারপেটা জেলা। সেখানে খোলা আকাশের নিচে রাত কাটছে ৮৫ হাজার মানুষের। ধসে পড়েছে মোরিগাওঁ জেলার একটি স্কুলভবন। ডুবে গেছে কাজীরাঙা অভয়ারণ্যের একাংশ।

বিপদসীমার ওপরে পানি প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র ও বরাক নদীতে।

রাজ্যের বন্যাদুর্গত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহের আশ্বাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উদ্ধারকাজে সহযোগিতা করছে সেনাবাহিনী।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর-পূর্বাঞ্চলীয় আরেক রাজ্য বিহারও। আগামী ৪৮ ঘণ্টায় দু’রাজ্যেই বৃষ্টি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।

Exit mobile version