Site icon Jamuna Television

আব্দুস সুবহানের আপিল শুনানি ১৬ অক্টোবর

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহানের আপিল শুনানির দিন আগামী ১৬ অক্টোবর ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে উভয়পক্ষকে রাষ্ট্র এ আসামিপক্ষকে আগামী দুই সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলেছেন। আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।

আদালতে, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর আব্দুস সুবহানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন তুহিন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি  জামায়াত নেতা সুবহানকে মৃত্যুদণ্ড প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে তিনি খালাস চেয়ে ওই বছরের ১৮ মার্চ আপিল দায়ের করেন।  ২০১২ সালের ২০ সেপ্টেম্বর পাবনার একটি ফৌজদারি মামলায় সুবহানকে গ্রেফতার করার পর ওই বছরের ২৩ সেপ্টেম্বর তাঁকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দেখানো হয়।

যমুনা অনলাইন : টিএফ

Exit mobile version