Site icon Jamuna Television

এ জন্মে আর দেখা হলো না: বিদিশা

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ মারা গেছেন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে পৌনে ৮টার দিকে মারা যান তিনি। এরপরই সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক তার ফেসবুক পেইজ ‘বিদিশা এরশাদ’ এ একটি স্ট্যাটাস দেন। পাঠকের জন্য পুরো স্ট্যাটাসটি দেয়া হলো-

‘এ জন্মে আর দেখা হলো না। আমিও আজমীর শরীফ আসলাম আর তুমি ও চলে গেলে ।এতো কষ্ট পাওয়ার থেকে মনে হয় এই ভালো ছিল। আবার দেখা হবে হয়তো অন্য এক দুনিয়াতে যেখানে থাকবেনা কোনো রাজনীতি।’

উল্লেখ্য, এরশাদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার রোগমুক্তি জন্য দোয়া করতে আজমির শরীফ যান বিদিশা।

Exit mobile version