Site icon Jamuna Television

এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে ক্যান্টনমেন্ট জামে মসজিদে। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পরিবারের সদস্য ও সেনা সদস্যসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

এরপর কাকরাইলে জাতীয় পার্টির অফিসে নেয়া হবে সর্বসাধারণ ও নেতাকর্মীদের শ্রদ্ধা জানানোর জন্য। সেখান থেকে সিএমএইচের হিমঘরে রাখা হবে মরদেহ।

আগামীকাল সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার তৃতীয় জানাজা শেষে মরদেহ পুনরায় সিএমএইচের হিমঘরে রাখা হবে।

এরপর ১৬ জুলাই সকাল ১০টায় হেলিকপ্টার যোগে জাতীয় পার্টির চেয়ারম্যানের মরদেহ রংপুরে নেয়া হবে। সেখান থেকে এনে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে সাবেক এই রাষ্ট্রপতিকে।

Exit mobile version