Site icon Jamuna Television

ওবামার সঙ্গে জেদের কারণেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি বাতিল!

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ক্ষোভের কারণেই পূর্বসূরির আমলে হওয়া ক্ষমতাধর ছয় দেশের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে এসেছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত কিম ডেরকের ফাঁস হওয়া মেইলে বের হয়েছে এমন তথ্য।

রোববার (১৪ জুলাই) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ট্রাম্পের এ পদক্ষেপকে ‘চরম কূটনৈতিক ব্যর্থতা’ আখ্যা দেন ডেরক।

তিনি বলেন, ইরানের সাথে ঐতিহাসিক চুক্তিটি পূর্বসূরী ও প্রতিদ্বন্দ্বী বারাক ওবামার অন্যতম সাফল্য হিসেবে বিবেচিত; যা মানতে পারেননি দুর্বল ব্যক্তিত্বের ট্রাম্প।

সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনকে গেল বছর মেইলটি পাঠান ডেরক। তার আগে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে ওয়াশিংটন সফর শেষে লন্ডনে ফেরেন জনসন।

গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনকে নিয়ে ডেরকের নেতিবাচক মন্তব্যসহ একাধিক মেইল ফাঁস হয় গণমাধ্যমে। যা গড়ায় ডেরকের পদত্যাগ পর্যন্ত; এখনও টানাপোড়েন চলছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সম্পর্কে।

Exit mobile version