Site icon Jamuna Television

ওকসের বলে সাজঘরে গাপটিল

প্রায় দেড় মাসের ক্রিকেটযুদ্ধ শেষে আজ রোববার (১৪ জুলাই) পর্দা নামছে ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরের।

ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে এই মুহুর্তে শিরোপার জন্য লড়ছে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। শেষ খবর পর্যন্ত কিউইদের সংগ্রহ ১ উইকেটে ৩০ রান।

দলীয় ৮ আর নিজের শূণ্য রানেই আর্চারের বলে লেগ বিফোরের ফাদেঁ পড়েন হেনরি নিকোলস। কিন্তু রিভিউতে বেঁচে যান নিকোলস।

তবে ৭ম ওভারে প্রথম সাফল্য পায় ইংলিশরা। দলীয় ২৯ আর ব্যাক্তিগত ১৯ রান করে ক্রিস ওকসের বলে এলবিডাব্লিউ হন মার্টিন গাপটিল।

এই ম্যাচে অপরিবর্তীত একাদশ নিয়েই মাঠে নেমেছে ইংল্যান্ড। অন্যদিকে নিউজিল্যান্ড একাদশেও নেই কোন পরিবর্তন।

২৭ বছর পর বিশ্বকাপ ফাইনালে খেলছে ইংল্যান্ড। অন্যদিকে টানা দ্বিতীয় ফাইনালে লড়ছে নিউজিল্যান্ড। তবে দুলই এখনই বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি। তাই লর্ডসে জয়ী দল হবে ক্রিকেট বিশ্বের নতুন চ্যাম্পিয়ন।

Exit mobile version