Site icon Jamuna Television

প্রধানমন্ত্রী বলার পরও বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা নেই: রিজভী

প্রধানমন্ত্রী বলার পরও বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

সকালে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। দলের নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। রিজভী বলেন, সরকার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গায়ের জোরে আটকে রেখেছে। পুলিশ বিএনপি নেতা কর্মীদের সঙ্গে ক্রীতদাসের মত আচরণ করে বলেও মন্তব্য করেন রিজভী।

Exit mobile version