Site icon Jamuna Television

ইয়াবাসহ বাসযাত্রী আটক

ফরিদপুর প্রতিনিধি
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরের রাজবাড়ি রাস্তার মোড় এলাকায় দূরপাল্লার একটি বাসে তল্লাশি চালিয়ে ১২’শ পিচ ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক ওই যাত্রীর নাম বদিউল আলম(৪৮)। তিনি চট্রগ্রাম জেলার পটিয়া থানার অলিরহাট এলাকার মো. ইসমাইলের ছেলে।

রবিবার সকালে গোপন সূত্রের খবরে মহাসড়কে চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় চট্টগ্রাম থেকে মেহেরপুর গামী শ্যামলী এনআর ট্রাভেল্সে এর যাত্রী বদিউল আলমকে ১২’শ পিচ ইয়াবাসহ আটক করা হয়।

ফরিদপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি চট্টগ্রাম হতে মেহেরপুর গামী শ্যামলী এনআর ট্রাভেল্সে এ বিপুল পরিমান মাদক পরিবহন করা হচ্ছে। আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শহরের রাজবাড়ি রাস্তার মোড় এলাকায় অবস্থান নেই। পরে সেখানে শ্যামলী এনআর ট্রাভেল্সে কে গতিরোধ করে তল্লাশি চালালে বদিউল আলমের কাছ থেকে ১২শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সনের ৩৬(১) ধারায় মামলা দেয়া হয়। আটককৃতকে উদ্ধার ইয়াবাসহ কোতয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version