Site icon Jamuna Television

চাঁদে হাঁটার ভিডিও উধাও !

অ্যাপোলো ১১ মিশনে চাঁদের বুকে হাঁটার প্রথম ভিডিও ফুটেজ বিশ্বজুড়ে সম্প্রচার করেছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

বর্ষপূর্তির আগে ওই ফুটেজের মূল ডাটা টেপ হারিয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। নাসার পক্ষ থেকে বলা হয়, ‘অ্যাপোলো ১১-এর বেশ কিছু অরিজিনাল ডাটা টেপ পাওয়া যাচ্ছে না।

এগুলো সরাসরি চাঁদ থেকে ট্রান্সমিট করে রেকর্ড করা হয়েছিল।’ তারা আরও বলছে, বিস্তৃত পরিসরে আর্কাইভ অনুসন্ধান করে এ সিদ্ধান্তে আসা হয়েছে যে, এমনটা হতে পারে প্রকল্প ব্যবস্থাপক মনে করেছেন এ টেপগুলো আর রাখার দরকার নেই।

কারণ সব ভিডিও এবং ডাটা অন্য জায়গায় রেকর্ড রয়েছে এবং সেগুলো মুছে ফেলা হয়েছে ও পুনরায় ব্যবহার করা হয়েছে।’ নাসার এক শিক্ষানবিস একটি টেপকে ‘হারানো’ টেপ বলে বিক্রি করেন।

এতেই টেপটি হারানোর খবর সামনে আসে। গ্রে জর্জ নামের ওই ব্যক্তির দাবি, ১৯৭৬ সালে সরকারি নিলাম থেকে প্রায় ২০০ মার্কিন ডলারে তিনি টেপটি কিনেছেন। অন্যদিকে নাসা বলছে, জর্জের টেপে কিছু নেই যা নাসার কাছেও নেই।

সূত্র: ফক্স নিউজ।

Exit mobile version