Site icon Jamuna Television

মাঝারি স্কোরে কি আটকানো যাবে ইংল্যান্ডকে?

দারুণ বোলিং-ফিল্ডিংয়ে ইংলিশরা কিউইদের মাঝারি স্কোরে আটকে রাখতে পারলো। বিশ্বকাপের ফাইনালে লর্ডসে আজ টস জিতে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডকে ৫০ ওভারে ২৪১ রানে বেঁধেছে ইংল্যান্ড।

টুর্নামেন্ট জুড়ে অবশ্য মাঝারি স্কোরে ম্যাচ জিতে এসেছে নিউজিল্যান্ড। বোলিংই তাদের মূল শক্তি। তবে ফাইনালে সেই বোলিং আক্রমণের অপেক্ষায় এখন কঠিন চ্যালেঞ্জ।

নিউজিল্যান্ডের ইনিংসে ফিফটি মোটে একটি। এসেছে ওপেনার হেনরি নিকোলসের ব্যাট থেকে। মিডল অর্ডারে থানিকটা লড়েছেন টম ল্যাথাম।

সেমি-ফাইনালের মতো ফাইনালেও তিনটি উইকেট নিয়েছেন ক্রিস ওকস। তবে হুমকি হয়ে ওঠা জুটি ভাঙাসহ তিনটি উইকেট নিয়ে ইংলিশদের সেরা বোলার ছিলেন সম্ভবত লিয়াম প্লাঙ্কেট।

Exit mobile version