Site icon Jamuna Television

বগুড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বগুড়া জেলা-যুগান্তর

বগুড়া ব্যুরো:

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

পরিবারের অভিযোগ বিয়ের প্রলোভনে ওই কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করে ঘরে আটকে রেখেছিলেন প্রতিবেশী মোয়াজ্জেম। পরিবার কিশোরীকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করলেও এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয় নি। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যানের দেয়া তথ্যের পর অভিযুক্তকে আটকে অভিযান শুরু করেছে থানা পুলিশ।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির যমুনা নিউজকে জানান, কিশোরীর পরিবারের অভিযোগ প্রতিবেশী মোয়াজ্জেম শুক্রবার মেয়েটিকে বিয়ে করার কথা বলে তার বাড়িতে ডেকে নেয়। পরে তাকে ধর্ষণ করে বাড়ির একটি ঘরে তালাবদ্ধ রেখে সটকে পড়ে। পরদিন শনিবার সন্ধ্যায় স্থানীয়রা টের পেয়ে মোয়াজ্জেমের বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করেন। পরে স্বজনরা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ওসি আরো জানান, কিশোরীর পরিবার মামলা দায়ের করতে এলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। তবে বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তথ্যের ভিত্তিতে অভিযুক্ত মোয়াজ্জেমকে গ্রেফতারে এরই মধ্যে অভিযান শুরু করেছে থানা পুলিশ।

Exit mobile version