Site icon Jamuna Television

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে সিরাজগঞ্জের হার্ট পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ৩২ সেন্টিমিটার বেড়ে বর্তমানে বিপদসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অপরদিকে যমুনা নদীর কাজিপুর পয়েন্টে বিপদসীমার ৪১মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বেড়ে যাওয়ায় চরাঞ্চলে ফসলি জমি পানিতে ডুবে গেছে। শাহজাদপুর এনায়েতপুরের ব্রাহ্মণগাতী আড়কান্দি, হাট পাচিল এবং কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া,বাঐখোলা পাটাগ্রামসহ বেশ কয়েকটি গ্রামে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে। নদী গর্ভে চলে গেছে অসংখ্য বাড়িঘর।

পানি বন্দী হয়ে পড়েছে নিম্নাঞ্চলের মানুষেরা। অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বলছে আরো দু একদিন যমুনার পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে জেলা প্রশাসন বন্যা মোকাবেলায় সকল ধরনের প্রস্ততি গ্রহণ করেছে।

Exit mobile version