Site icon Jamuna Television

বিদ্যুৎপৃষ্ট মাকে জড়িয়ে ধরে মায়ের সাথে মেয়েরও মৃত্যু

জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়িহাট গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ে নিহত হয়েছেন। আজ সোমাবার সকাল সোয়া ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হল, ফরিদুল সোনারের স্ত্রী স্বপ্না বেগম ও তার ৪ বছরের শিশু কন্য শিমু আখতার।

কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, বাড়িতে নিয়মিত কাপড় শুকানোর জন্য মোটা জিআই তার টানানো ছিল। গতরাতে বৈদ্যুতিক ছেঁড়া তারের সাথে ওই জিআই তারের সংযোগ হয়। সকালে সেখানে ভেজা কাপড় শুকাতে দেওয়া মাত্র মা স্বপ্না বেগম বিদ্যুৎস্পৃষ্টে হয়ে কাতরাতে থাকেন। এ অবস্থায় তার শিশু কন্যা শিমু দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলে একই সাথে মা ও মেয়ে গুরুতর আহত হয়। স্বজন ও প্রতিবেশীরা উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।

Exit mobile version