
নড়াইলে ৮ টি বোমা, বোমা তৈরি ডিভাইস, গান পাউডার, ২০টি মোবাইল, ৫০টি বিভিন্ন কোম্পানির সীম সহ তিনজনকে আটক করেছে র্যাব ৬। সোমবার সকালে নড়াইল সদর থানাধীন চন্ডিবরপুর গ্রামের বিশ্বজিত সাহার বাড়ি থেকে বাড়ির মালিক বিশ্বজিত সাহা (৫০), সহযোগী কালু সরকার (৫৫) ও সাগর বিশ্বাসকে আটক ও এ সব সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ঘটনার সময় তিনজনকে আটক করা হলেও মূল হোতা বিশ্বজিত সাহার ভাগ্নে রবি বিশ্বাস (২৮) র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
যশের র্যাব-৬ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের স্পেশাল কোম্পানি জানতে পারে চন্ডিবরপুর গ্রামের বিশ্বজিতের বাড়িতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বোমা তৈরি হয় ও দেশের বিভিন্ন এলাকাসহ ভারতে টাকার বিনিমিয় বিক্রয় করে থাকে।
ওই সংবাদের ভিত্তিতে সোমবার সকালে র্যাব অভিযান পরিচালনা করে বিশ্বজিতের বসত বাড়ি তল্লাশি করে আটটি বোমা, বোমা তৈরি ডিভাইস, গান পাউডার, ২০টি মোবাইল, ৫০টি বিভিন্ন কোম্পানির সীম উদ্ধার করে।
কোম্পানি কমান্ডার মেজর শামীম সরকার বলেন, এ ব্যাপারে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



Leave a reply