Site icon Jamuna Television

জয়পুরহাটে আখচাষীদের সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে ২০১৭-১৮ মৌসুমের আখ চাষী গনের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার দুপুর ১২ টায় জয়পুরহাট চিনিকলের সম্মেলন কক্ষে চিনিকল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থানা পরিচালক মোঃ আনোয়ার হোসেন।

এসময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এনডিসি জামসেদ আলম রানা, আখ চাষী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ১০১ জন মেধাবী ছাত্র- ছাত্রীকে এককালীন নগদ দুই হাজার পাঁচশ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

Exit mobile version