Site icon Jamuna Television

মানিকগঞ্জে ইজতেমা বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জ

মানিকগঞ্জে সা’দ পন্থিদের জেলা ইজতেমা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে আলেম সমাজ। এব্যাপারে প্রশাসন উদ্যোগ না নিলে বৃহস্পতিবার ইজতেমা অভিমুখে লং মার্চের ঘোষণা দেয়া হয়।

আগামী ১৮ জুলাই থেকে সিংগাইর উপজেলার গারাদিয়া এলাকায় তিনদিনব্যাপী এই জেলা ইজতেমা করার উদ্যোগ নেয়া নিয়েছে সা’দ পন্থীরা।

রোববার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বর এবং সিংগাইর উপজেলা পরিষদের সামনে জেলা উলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সা’দ পন্থিরা ইসলামের অপব্যাখ্যা করে সারাদেশে বিভক্তি তৈরি করছে। টঙ্গীর বিশ্ব ইজতেমায় তাদের নেতৃত্বেই হামলা হয়। তাই মানিকগঞ্জে তাদের কর্মকাণ্ড প্রতিহত করা হবে। দ্রুত ইজতেমার কার্যক্রম বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। অন্যথায় বৃহস্পতিবার সিংগাইর ইজতেমাস্থল অভিমুখে লং মার্চের ঘোষণা দেন মারকাজ পন্থী বক্তারা।

Exit mobile version