Site icon Jamuna Television

এরিকের জন্য জীবন দিতে প্রস্তুত বিদিশা

রাজনীতির যাতাকলে পড়ে যদি ছেলে এরিক এরশাদের জন্য জীবন দিতে হয় তাহলে তাই দিতে প্রস্তুত আছেন সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি লে.জে হুসাইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দীক।

এনিয়ে তিনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসও শেয়ার করেন।

পাঠকদের জন্য তার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

‘বাবার মৃত্যু তে আমার ছেলে এরিক এর কান্নায় দেশবাসী ও কেঁদেছে। আমি পাগলের মতো ছুটে চলে এসেছি দেশে। কিন্ত দেশে এসে ও বাধার শিকার আমি। কোথায় স্বামী লাশ কোথায় ছেলে? আমার সাথে এরিক কে কথা ও বলতে দিচ্ছে না। দেখা করাতো দুরের কথা। এমনিতেই আমার ছেলে প্রতিবন্ধী। এই সময় যেখানে মাকে বেশি প্রয়োজন তখন আমার ছেলেকে নিয়ে ও রাজনীতি। শেষ পর্যন্ত মা হিসেবে ছেলের জন্য যদি জীবন দিতে হয় আমি তাই করবো।’

Exit mobile version