Site icon Jamuna Television

আবারও বর্ণবাদী মন্তব্য করে তীব্র সমালোচনায় ট্রাম্প

আবারও বর্ণবাদী মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৪ জুলাই) পরপর তিনটি টুইটবার্তায় ডেমোক্র্যাট দলীয় নারী সদস্যদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করেন তিনি।

টুইটবার্তায় তিনি দাবি করেন, ঐ নারীরা এমন দেশ থেকে এসেছেন যেখানকার সরকার ব্যবস্থা বিপর্যস্ত। এমনকি তাদের দেশে ফিরে যেতে বলেন ট্রাম্প। দেশে ফিরে গিয়ে নিজ এলাকার পরিস্থিতি উন্নয়নের পরামর্শ দেন তিনি।

সরাসরি নাম উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে, ভিন্ন বর্ণের চার নারী কংগ্রেস সদস্যের উদ্দেশ্যেই এসব কথা বলেন ট্রাম্প। এদের তিনজনই অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে এসেছেন।

ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ডেমোক্র্যাটরা। সমালোচনা করছে খোদ রিপাবলিকানরাও।

Exit mobile version