Site icon Jamuna Television

ভারতীয় জাল রুপি তৈরির সময় ৩ জনকে হাতেনাতে গ্রেফতার

রাজধানীর রামপুরায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় জাল রুপি তৈরির সময় তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, আসন্ন কোরবানির ঈদে ভারত থেকে আসা গরু কেনাবেচার হাটে এই মুদ্রা ছড়িয়ে দেয়ার উদ্দেশ্য ছিল তাদের। এদের কাছ থেকে সাড়ে ১৯ লাখ জাল রুপি ও প্রায় এক কোটি রুপি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলছে, কোরবানির পশুর হাটকে টার্গেট করেছিল এই চক্রটি। এরই মধ্যে সীমান্ত এলাকায় একটি চালান পাঠিয়েছিল তারা। কিন্তু যথেষ্ট নিখুঁত না হওয়ায় চালানটি ফেরত আসে। এখন চেষ্টা ছিল আরও নিখুঁতভাবে মুদ্রা তৈরির।

Exit mobile version