Site icon Jamuna Television

পেশোয়ারে বিশ্ববিদ্যালয়ে তালেবানের হামলা, ১১ ছাত্রসহ নিহত ১৫

পাকিস্তানের পেশোয়ারে কৃষি গবেষণা ইন্সস্টিটিউটে নিরাপত্তা বাহিনীর সাথে তালেবানের গোলাগুলিতে চার অস্ত্রধারীসহ প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবারের এই সংঘাতে আরও ৩৫ জন আহত হয়েছেন

বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় সকালে বোরখার আড়ালে ছদ্মবেশে ইন্সস্টিটিউটে প্রবেশ করে বন্দুকধারীরা। তাদের উপস্থিতি টের পেয়ে বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।

এসময় পুলিশ ও সেনা সদস্যদের সাথে বেশ কয়েক দফা গুলিবিনিময় হয় অস্ত্রধারীদের। বোমা বিস্ফোরণের প্রচণ্ড শব্দও শোনা গেছে। হামলাকারীদের গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ ছাত্র।

১২-ই রবিউল আঊয়ালের ছুটির কারণে কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয়টি বন্ধ থাকায় প্রাণহানির পরিমাণ কম হয়েছে বলে জানিয়েছেন পেশোয়ার পুলিশ প্রধান তাহির খান। এরই মধ্যে হামলার দায় স্বীকার করে নিয়েছে তেহরিক-ই-তালেবান।

Exit mobile version