Site icon Jamuna Television

৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেফতার

বগুড়া ব্যুরো:

বগুড়ার সদর উপজেলায় ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক প্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণের মামলায় ষাটোর্ধ্ব একব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পরিবারের অভিযোগ শুক্রবার ওই ছাত্রী বাড়ির পাশে ছাগল আনতে গেলে প্রতিবেশী আবদুস সাত্তার তাকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

সদর থানার ওসি এসএম বদিউজ্জামান যমুনা নিউজকে জানান, মেয়েটির মা মামলার এজাহারে জানিয়েছেন, শুক্রবার দুপুরে ওই ছাত্রী বাড়ি থেকে বেরিয়ে মাঠে বেঁধে রাখা ছাগল আনতে যায়। এ সময় প্রতিবেশী আবদুস সাত্তার তাকে কৌশলে তার বাড়িতে নিয়ে ধারালো অস্ত্রের মুখে তাকে ধর্ষণ করে। প্রতিবন্ধী মেয়েটি ভয়ে পরিবারের কাউকে না জানালেও সোমবার তারা বিষয়টি জানতে পারেন। এরপর সন্ধ্যায় মেয়েটির মা থানায় এসে মামলা দায়ের করলে রাতেই পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত আবদুস সাত্তারকে।

Exit mobile version