Site icon Jamuna Television

আসামির হাতে কিভাবে ছুরি পৌঁছলো, সে বিষয়ে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

কুমিল্লায় কোর্টের মধ্যে হত্যা অনাকাঙ্খিত ঘটনা, তবে আসামির হাতে কিভাবে ছুরি পৌছালো আইনশৃঙ্খলা বাহিনী সে বিষয়ে তদন্ত করছে বলে জানিয়েছেন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সকালে, বিজিবি সদস্যদের বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কোর্টের নিরাপত্তা বাড়াতে স্ক্যানার ও সিসিটিভি স্থাপনের পরামর্শ দিয়েছেন তিনি।

এসময় তিনি বলেন, পুলিশ নিয়োগে ঘুষ বাণিজ্যকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তদন্তে প্রমাণ পেলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Exit mobile version