Site icon Jamuna Television

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের নিহত ১০ জনের মরদেহ দাফন সম্পন্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের নিহত ১০ জনের মরদেহ দাফন করা হয়েছে।

সকালে নিহত বর রাজনের পক্ষের লোকজনের দাফন সম্পন্ন হয় সদরের কালিয়াকান্দা পাড়া এলাকায়। আর কনে সুমাইয়াসহ অন্যদের দাফন হয় উল্লাপাড়ার চর ঘাটিনা গোরস্থানে।

গতকাল থেকেই নিহতদের পরিবারে শোকাবহ পরিবেশ। সন্তানকে হারিয়ে হতবিহব্বল হয়ে পড়েছেন বর-কনের মা-বাবা। সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেল ক্রসিয়ে ট্রেনের ধাক্কায় বর-কনেসহ মাইক্রোবাসের ১০ যাত্রী নিহত হন।

Exit mobile version