Site icon Jamuna Television

কুশিয়ারা নদীর ডাইক ভেঙ্গে ৪০ গ্রাম প্লাবিত

টানা কয়েকদিনের পাহাড়ি ঢলে এবং হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর ডাইক ভেঙ্গে ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়েছে অন্তত ১৫ হাজার মানুষ।

সোমবার রাত থেকে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে। ভেঙ্গে যাওয়া কুশিয়ারা নদীর ডাইক মেরামত করা সম্ভব হচ্ছে না। ফলে উপজেলার দীঘলবাক, আউশকান্দি ইউনিয়নের ৪০ গ্রামে বন্যা দেখা দিয়েছে। হাট বাজারে পানি প্রবেশ করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার মানুষের। পানি উন্নয়ন কর্তৃপক্ষ ভেঙে যাওয়া ডাইকে বালুর বস্তা ফেলে মেরামতের চেষ্টা করলেও তাদের চেষ্টা সফল হয়নি। এদিকে ত্রাণ বিতরণ শুরু করেছে প্রশাসন।

অপরদিকে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ৫৫ সেঃ মিঃ এবং কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৫৪ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Exit mobile version