Site icon Jamuna Television

অর্থ আত্মসাতের মামলায় ফারইস্ট কো-অপারেটিভের চেয়ারম্যান গ্রেফতার

তিনশো কোটি আত্মসাতের অভিযোগে ফারইস্ট মাল্টি কো-অপারেটিভ সোসাইটি লিমিডেট-এফআইসিএল এর চেয়ারম্যান শামীম কবিরকে গ্রেফতার করেছে সিআইডি।

সিআইডির একটি টিম ৯ জুলাই সিলেটের জৈন্তপুর এলাকায় থেকে তাকে গ্রেফতার করে। মানিলন্ডারিংসহ ২৮টি মামলা রয়েছে তার নামে। সিআইডি জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা এলাকায় ফারইস্ট মাল্টি কো-অপারেটিভ সোসাইটি লিমিডেটের নামে মুনাফার দেয়ার কথা বলে প্রায় ২০ হাজার গ্রাহকের কাছ থেকে তিনশো কোটি সংগ্রহ করে। এরপরই আত্মগোপনে চলে যায় শামীম কবির। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিআইডি। আত্মাসাৎকৃত অর্থ দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্লট, ফ্ল্যাট কিনেছেন বলে তথ্য পায় সিআইডি।

Exit mobile version