জামালপুরের ইসলামপুরে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে গোয়ালের চর ইউনিয়নের মালমারা গ্রামে এঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ(৪) ওই গ্রামের ফারুক মিয়ার ছেলে।
জামালপুরের সিভিল সার্জন ডাঃ গৌতম রায় জানান, বাড়ির পাশে খেলার সময় আব্দুল্লাহ নামের ওই শিশু বন্যার পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কসপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

